দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন হযরত শাহচান্দ আউলিয়া কামিল (এম এ) মাদ্রাসার সকল শিক্ষার্থীদের নিয়ে ৪ দিনের শিক্ষা সফরের আয়োজন করেন
মাদ্রাসা কতৃপক্ষ।
সিলেটে হযরত শাহ জালাল (রাঃ),শাহ পরানের মাজার,শাহ বোরহান উদ্দিন (রাঃ)’র মাজার জেয়ারত সহ অসংখ্য মাজার শরীফ জেয়ারত শেষে, বিভিন্ন পর্যটন নগরী পরিদর্শন শেষ করে সোমবার সকালে চট্টগ্রামের পটিয়া মাদ্রাসার মাঠ প্রঙ্গাণে সফরের সমাপ্ত করা হবে।
এসময় আয়োজককারীরা বলেন, ভ্রমণ মানুষকে অন্ধকার থেকে বিশাল পৃথিবীর অপার সৌন্দর্যের মধ্যে ঠাঁই দেয়। মানুষের মনকে করে তোলে উদার ও উৎফুল্লতা। এ শিক্ষা জীবনকে দান করে গতিশীলতা। আর সেই ভ্রমণ যদি হয় শিক্ষা লাভের উদ্দেশ্যে তাহলে তো কথাই নেই। শিক্ষা সফরের মাধ্যমে মানুষের অসম্পূর্ণ ও আবদ্ধ জ্ঞান বিকাশ লাভের সুযোগ পায়।
শিক্ষা সফর নিয়ে একজন মেধাবী শিক্ষার্থীরা জানান, শিক্ষা জীবনকে করে আনন্দময় ও পরিপূর্ণ। শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা সুযোগ পায় নিজের দেশ ও জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তথা নিজের শেকড় সম্পর্কে জানতে। বই পড়ে যে শিক্ষা অর্জন করা হয় তা পরিপূর্ণ শিক্ষা নয়। শিক্ষার সাথে বাস্তব জ্ঞানের সংমিশ্রণ ঘটাতে পারলেই তা হয়ে উঠে পরিপূর্ণ শিক্ষা। এসব কর্মকান্ডের মধ্যে শিক্ষা সফর অন্যতম। শিক্ষা সফরে গিয়ে শিক্ষার্থীরা শুধু আনন্দ লাভই করে না, বরং ঐতিহাসিক বিভিন্ন বিষয় প্রত্যক্ষ করে এবং সে বিষয়গুলো সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করে। তাই প্রকৃত ও পূর্ণাঙ্গ শিক্ষা অর্জনের জন্য শিক্ষা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষার্থীদের মেধা বিকাশে হযরত শাহচান্দ আউলিয়া কামিল (এম এ) মাদ্রাসার বর্ণাঢ্য আয়োজন ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সিলেটের ৪ দিনের শিক্ষা সফর ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
+ There are no comments
Add yours