চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আসমা আক্তারকে ধর্ষণের পর হত্যার দায়ে তার স্বামী আলী আকবরকে (২৮) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও অনাদায়ে আরও ৫ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ (১৯ মার্চ) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম ফেরদৌস আরা এ রায় ঘোষণা করেন।
তবে রায় ঘোষণার সময় মামলার একমাত্র আসামি আলী আকবর আদালতে উপস্থিত ছিলেন না। আলী আকবরের বাড়ী ফটিকছড়ির ডলু আরালিয়া গ্রামে। তার বাবার নাম মৃত হাচি মিয়া।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার আরিফুল আলম গণমাধ্যমকে বলেন,আদালতে মোট সাতজন সাক্ষী দিয়েছেন। অভিযুক্তের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়েছে। আসামি আলী আকবরকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে তিনি পলাতক রয়েছেন।
+ There are no comments
Add yours