সুখী দেশের তালিকায় ২৪ ধাপ পেছাল বাংলাদেশ

Estimated read time 1 min read
Ad1

টানা ৬ বছর ধরে বিশ্বের সবচেয়ে সুখী দেশের শীর্ষ অবস্থানে আসন গেড়ে আছে ফিনল্যান্ড। তবে এ তালিকায় বাংলাদেশের অবস্থান আগের চেয়ে পেছাল। ১৩৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৮তম। ২০২২ সালের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ছিল ৯৪।

অন্যদিকে এবারের সুখী দেশের তালিকায় তলানিতে রয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের নাম। জাতিসংঘের সৌজন্যে ২০২৩ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট নামে এক বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

আজ বিশ্বের সুখী দেশ-২০২৩ শীর্ষক এই তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। তালিকায় বাংলাদেশের অবস্থান গত বছরের তুলনায় ২৪ ধাপ অবনতি ঘটেছে। এশিয়ায় বাংলাদেশের নাগরিকদের তুলনায় সুখে রয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিকরা।

তালিকায় একেবারে তলানিতে রয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। জাতিসংঘের সুখী দেশের এই তালিকায় ২০২২ সালে বাংলাদেশের অবস্থান ৯৪তম হলেও এ বছর তা ১১৮তম স্থানে রয়েছে। তালিকার তলানিতে থাকা ২০দেশের মধ্যে ঠাঁই হয়েছে বাংলাদেশের।

দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশ হিসেবে এবারের তালিকায় শীর্ষে আছে নেপাল (৭৮তম)। এছাড়া পাকিস্তান ১০৮, শ্রীলঙ্কা ১১২, ভারত ১২৬তম অবস্থানে রয়েছে। এবারের তালিকায় সর্বনিম্ন অবস্থানে থাকা আফগানিস্তান গত বছরও সবার নিচে ছিল।

সুখী দেশের তালিকা করার ক্ষেত্রে মানুষের সুখের নিজস্ব মূল্যায়ন, সেই সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির ওপর ভিত্তি করে শূন্য থেকে ১০ সূচকে নম্বর পরিমাপ করা হয়। পাশাপাশি প্রতিটি দেশের মানুষের ব্যক্তিগত সুস্থতার অনুভূতি, ব্যক্তিগত স্বাধীনতা, জিডিপি ও দুর্নীতির মাত্রা বিবেচনায় নেওয়া হয়।

এ ছাড়া করোনা মহামারির ধাক্কা সামলাতে না সামলাতে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যুদ্ধ সারা বিশ্বকে এক ভয়াবহ সমস্যার মধ্যে ফেলে দিয়েছে। বিশ্বজুড়ে দেখা দিয়েছে বেকারত্ব ও মূল্যস্ফীতি। দেশে দেশে বেড়েছে খাবার-জ্বালানিসহ বিভিন্ন পণ্যের দাম। এবারের সুখের সূচকে ইউক্রেন যুদ্ধেরও প্রতিফলন দেখা গেছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours