চন্দনাইশে পণ্য বিক্রির মূল্যতালিকা না রাখায় ও বেশি দামে পণ্য বিক্রি করার অপরাধে চার দোকান ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ (২১ শে মার্চ) মঙ্গলবার সকালে মাহে রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চন্দনাইশ পৌর এলাকা ও কাঞ্চনাবাদ বাদামতল এলাকার বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
বাজার মনিটরিং টিমের সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক বলেন, বাজার মনিটরিংয়ে বের হয়ে বিভিন্ন অনিয়মের জন্য প্রাথমিকভাবে সতর্কতাস্বরূপ ৪ দোকান ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তবে এ ধরনের অপরাধে পুনরায় জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজার পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না।
+ There are no comments
Add yours