জামালপুর সদরে আশ্রয়হীন ১২৯টি পরিবার পেলেন বাসস্থান

Estimated read time 1 min read
Ad1

‘মুজিববর্ষ’ উপলক্ষে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার জামালপুরে চতুর্থ ধাপে জমিসহ ঘর পেলেন আরও ২৪৩টি পরিবার। সেই সাথে জামালপুর জেলার ৩টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১১৪টি পরিবারকে জমিসহ ঘর হস্তান্তরের মাধ্যমে শতভাগ ভূমিহীনমুক্ত ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। উপজেলাগুলো হলো- মেলান্দহ, মাদারগঞ্জ ও দেওয়ানগঞ্জ।

বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে চতুর্থ ধাপে ভূমিহীন ও গৃহহীনদের ঘর হস্থান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এছাড়া জামালপুর পৌরসভায় ১১১টি ও সদর উপজেলার মেষ্টা ইউনিয়নে ১২টি এবং শ্রীপুর ইউনিয়নে ৬টি ঘর হস্থান্তর করা হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর স্থানীয়ভাবে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ফোল্ডারসহ বিভিন্ন কাগজপত্র তুলে দেওয়া হয়। এ উপলক্ষে জামালপুর সদর উপজেলা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন অডিটরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সাবেক সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বরকতউল্লাহ ও জামালপুর সদর থানার ওসি (অপারেশন) মো. আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুর রহমান প্রমুখ।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours