নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা ইলিশ নিধনের দায়ে গত ২৪ ঘণ্টায় চাঁদপুরে ২৭ জেলেকে আটক করেছে নৌ পুলিশ।
এ সময় ৩৯ কেজি জাটকা ইলিশ, ৮টি নৌকা ও ৪ লাখ ৮৫ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
আজ (২৩ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে চাঁদপুর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, জাটকা ইলিশের নিরাপদে বিচরণ নিশ্চিতে ও নিষেধাজ্ঞা বাস্তবায়নে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে অভিযান চালানো হয়।
বুধবার (২২ মার্চ) রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিট পর্যন্ত পদ্মা-মেঘনা নদীতে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর, পুরাণবাজার, লক্ষ্মীচর, চিরারচর, আনন্দবাজার, ইব্রাহিমপুর, লক্ষ্মীপুর, হানাচর, মিনি কক্সবাজার, সফরমালিসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
এদের মধ্যে ৬ জনের বিরুদ্ধে মৎস্য আইনে পৃথক তিনটি নিয়মিত মামলা করা হয়েছে। বাকি ১৮ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা দিয়ে অভিভাবকের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে।
+ There are no comments
Add yours