রমজানের আকাশে ব্যতিক্রমী চাঁদের রহস্য কি?

Estimated read time 1 min read
Ad1

সাধারণত চাঁদের ওপরে তারা দেখা যায়। কিন্তু প্রথম রমজানে চাঁদের নিচে তারা দেখা গেছে। হ্যা, বাংলাদেশের আকাশে দেখা মিলেছে রমজানের এমন ব্যতিক্রমী চাঁদ।

আজ (২৪ মার্চ) সন্ধ্যার পর থেকে চাঁদ-তারার এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

অনেকে ফেসবুকে পোস্ট দিয়েছেন, বাংলাদেশের আকাশে আজ চাঁদ আর শুকতারা একই রেখায় দেখা গেছে যা একটি বিরল ঘটনা। ব্যতিক্রমী এ দৃশ্য দেখতে খোলা জায়গায় বা বাসার ছাদে ভিড় করেন অনেক কৌতুহলী মানুষ। তারা বলছেন, এমন দৃশ্য এই প্রথম দেখলেন।

গত পহেলা মার্চ থেকেই খুব কাছাকাছি অবস্থান করছে বৃহস্পতি ও শুক্র গ্রহ। রাতের আকাশেই দেখা মিলছে এই বিরল দৃশ্যের। সূর্যাস্তের পর পশ্চিম আকাশের দিকে তাকালেই দেখা যাচ্ছে বৃহস্পতি ও শুক্র। আকাশে মেঘ না থাকলে কাছাকাছি আসার দৃশ্য খালি চোখেই দেখতে পারছেন যে কেউ।

মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার মতে, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি ও সবচেয়ে উজ্জ্বল গ্রহ শুক্র পরস্পরের কাছাকাছি আসার দৃশ্যটি রাতের আকাশে এক অন্যরকম আভা ছড়াবে। এ সময় বৃহস্পতির সবচেয়ে উজ্জ্বল চারটি নক্ষত্রও দেখা যাবে আকাশে।

নাসা বলছে, সৌরজগতের গ্রহগুলো সূর্যের চারদিকে একই সমতলে বিভিন্ন কক্ষপথে ক্রমাগত ঘুরতে থাকার কারণে কখনও কখনও একই সরলরেখায় একাধিক গ্রহকে দেখা যায়। তখন মনে হয় গ্রহগুলো পরস্পরের কাছাকাছি চলে এসেছে, অথবা পরস্পরকে ছুঁয়ে ফেলছে। কিন্তু বাস্তবে গ্রহগুলো একে অপর থেকে অনেকটাই দূরেই অবস্থান করে।

কয়েকজন আবহাওয়াবিদ জানান, তারা জীবনে এটি প্রথম দেখলেন- চাঁদের নিচে সঙ্গে লেগে থাকা তারা। যদিও মাঝে অনেক দূরত্ব, কিন্তু এভাবে কোনদিন চাঁদ ও তারাকে এভাবে তারা দেখেননি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours