
পবিত্র মাহে রমজানে মাসব্যাপী নিম্ন আয়ের মানুষদের জন্য ইফতারের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
গতকাল (২৪ মার্চ) প্রথম রোজায় এই ইফতার আয়োজনে নিম্ন আয়ের মানুষদের সঙ্গে ইফতার করেন মেয়র আতিকুল ইসলাম। গুলশান নগরের ভবনের সামনে মেয়র আতিকুল ইসলামের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে।
ইফতারের আগে সেখানে উপস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে বসে গল্প করেন তিনি। এসময় শিশুরাও সঙ্গে গল্পে-আনন্দে মেতে ওঠে।
এসময় ডিএনসিসির ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান, ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইসহাক মিয়া, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর আমেনা বেগম ও অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours