স্বাধীনতা দিবসে বসছে সাবেক ক্রিকেটারদের মিলনমেলা

Estimated read time 1 min read
Ad1

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রতিবছর সাবেক ক্রিকেটারদের নিয়ে প্রীতি ম্যাচের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২৬ মার্চ মহান দিনটিকে সামনে রেখে ১০ ওভারের ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়েছে। এতে সাবেক ক্রিকেটাররা বাংলাদেশ লাল ও সবুজ একাদশের হয়ে লড়বেন।

মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে সকাল সাড়ে ১০টায়। ইতোমধ্যে দুই দলের খেলোয়াড়দের নামের তালিকা প্রকাশ করেছে বিসিবি।

বাংলাদেশ সবুজ একাদশ :
আবদুল হান্নান সরকার, শাহরিয়ার নাফিস, আতাহার আলী খান, মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, আনোয়ার হোসেন, খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, রাজিন সালেহ, নাজমুল হোসেন, মিজানুর রহমান বাবুল, ফাহিম মুসতাসির সুমিত, হাসিবুল হোসেন শান্ত এবং এসকে রবিউল ইসলাম হাসান।

বাংলাদেশ লাল একাদশ :
মেহরাব হোসেন অপি, জাবেদ ওমর বেলিম, তুষার ইমরান, কাজি হাবিবুল বাশার, রাহুল নাইমুর রশিদ, সানোয়ার হোসেন, মোহাম্মদ সেলিম, মোর্শেদ আলী খান, হাসানুজ্জামান ঝরু, এহসানুল হক সেজান, তালহা জুবায়ের, সাইফুদ্দিন আহমেদ বাবু, খান আব্দুর রাজ্জাক, দিপু রায় চৌধুরী এবং মোহাম্মদ আলী।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours