মোংলায় ডাকাতের প্রস্তুতিকালে আটক ৪

মোংলায় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে পুলিশ। 

রোববার (২৬ মার্চ) ভোরে উপজেলার বুড়িডাঙ্গা এলাকার বেঙ্গল কোম্পানির মাঠ থেকে তাদের আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন- আশিকুর রহমান টমাস (৪০), আল আমিন শেখ (৩৪), তাজু মোড়ল (২৮) ও ওমর ফারুক (২০)।

মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, আটক সবার বাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলার বিভিন্ন গ্রামে।

এ ঘটনায় মোংলা থানার এস আই মিরাজ হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published.