আসন্ন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজিদ আংশিক) এর উপ নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট রাজনীতিবিদ, খ্যাতিমান আলেমেদ্বীন অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন অদ্য ২৭ মার্চ ২০২৩ ইং রোজ সোমবার দুপুর ২ টায় চট্টগ্রাম জেলা নির্বাচনী কার্যালয়ে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন ফরম জমা প্রদান করেন।
এসময় তাঁর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আল্লামা কাজী মুহাম্মদ জসিম উদ্দিন , অধ্যক্ষ এম ইব্রাহিম আখতারী, যুগ্ম মহাসচিব স ম হামেদ হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাফেজ আহমদ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সভাপতি মাষ্টার মুহাম্মদ আনোয়ারুল আজিম, মাওলানা মাহবুবুল আলম, নগর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা ওয়াহেদ মুরাদ, সহসাধারণ সম্পাদক লায়ন মুহাম্মদ এমরান, মাসুদ করিম চৌধুরী, মুহাম্মদ আনিসুর রহমান, আবু তাহের দুলাল, ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ নগর শাখার আহবায়ক লায়ন কাজী মুহাম্মদ আলা উদ্দিন, উত্তর জেলার আহবায়ক কাজী মুহাম্মদ আহসানুল আলম, কামরুল হাসান শাকিল, ফখরুল ইসলাম কাওসার,আলা উদ্দিন প্রমুখ।
এসময় অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেন,- আসন্ন উপ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে সরকারের নিরপেক্ষতা ও স্বচ্ছতা প্রমানের অন্যতম একটি সুযোগ। আমরা আশা করি জাতীয় নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হারানো আস্থা ও বিশ্বস্থতা ফিরিয়ে পেতে সক্ষম হবে।
জনগন তাদের ন্যায্য ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে। সর্বপ্রকার অবাঞ্চিত চাপ ও প্রভাবমুক্ত থেকে নির্বাচন কমিশন দেশ ও জাতির বৃহত্তর স্বার্থ সংরক্ষণে কার্যকর ভুমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন। জনগণের ভোটাধিকার প্রয়োগে কোনপ্রকার সমস্যা সৃষ্টি না হলে আগামী নির্বাচনে তিনি তাঁর জয়ের ব্যাপারে আশাবাদী বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
+ There are no comments
Add yours