সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনের জন্য যাওয়ার সময় দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে একটি সেতুর সঙ্গে সংঘর্ষে বাস উল্টে বাংলাদেশিসহ ২০ জন নিহত হয়েছেন। এর মধ্যে দুইজন বাংলাদেশি।
গতকাল সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন। আহতদের মধ্যেও ১০ জন বাংলাদেশি রয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় পতিত গাড়ির যাত্রীরা সবাই কাসিম প্রদেশ থেকে ওমরাহ করতে যাচ্ছিলেন। দুর্ঘটনায় সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে গেলে গাড়িটিতে আগুন ধরে যায়।
জানা যায়, হতাহত বাংলাদেশিদের মধ্যে অধিকাংশই কক্সবাজারের বাসিন্দা। এছাড়া নিহত দুইজন কক্সবাজারের বড় মহেশখালী ফকিরাঘোনা গ্রামের একই পরিবারের সদস্য।
নিহতদের একজন হলেন- বড় মহেশখালীর পূর্ব ফকিরাঘোনা গ্রামের আহমদ উল্লাহর পুত্র মুহাম্মদ আসিফ ও অন্যজন হলেন- বড় ডেইল রাস্তার মাথার নুরুল ইসলামের পুত্র শেফায়েত উল্লাহ।
এদিকে সৌদির আসির প্রদেশের ঘটনাটি ইসলামের পবিত্রতম শহর মক্কা ও মদিনায় নিরাপদে যাওয়ার বিষয়টিকে কার্যত চ্যালেঞ্জে ফেলে দিয়েছে।
+ There are no comments
Add yours