আলেয়া
সালেহা ভুঁইয়া মুন
মনের বিক্ষিপ্ততায় খেই হারানো সময় ব্যস্ত থাকে এদিক ওদিক,যেন জলফড়িংয়ের ছুটোছুটি
একদিন শ্যামলীমার বুকের ওমে যেমন শান্ত হয়েছিল বিরাট দীঘি,তেমনি কোন শাল মহুয়ার বনে রাত্রি তার নিরবতা অনুভব করে…
কী ভীষণ নিষ্ঠুর সে নির্জনতা…
বুকের মাঝে একদিন যে প্রদীপ আলো জ্বালিয়েছিল, আত্মদহনে আলোকিত করার ভূয়সী প্রশংসা যারা করেছিল সেদিন,সেই দলে তুমিও ছিলে!
অথচ, মুঠো মুঠো অন্ধকার পেরিয়ে
যেটুকু আলো-হাওয়া আসে তাকে ফিরিয়ে দাও নানা অজুহাতে… তাই সমস্ত দিনের শুরু থেকে শেষে
হাওয়াটুকু মিলিয়ে
আলো আলেয়ায় হাসে
+ There are no comments
Add yours