ময়মনসিংহের ত্রিশালে কাশেম আলী নামে এক কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে দুটি বসতঘর, একটি গোয়ালঘর ও পুড়ে মারা গেছে তিনটি গরু।
এ খবর জানতে পেরে অসহায় ওই কৃষক পরিবারের পাশে দাঁড়িয়েছেন তরুণ সংগীত শিল্পী ও সমাজকর্মী তাসরিফ খান।
মানবিক ব্যক্তিদের কাছে সহায়তা কামনা করে ফেসবুকে লাইভ করেন তাসরিফ। সেই লাইভের ২২ ঘণ্টার মধ্যে দুই লাখ ২০ হাজার টাকা সংগ্রহ করেছেন তিনি।
গত মঙ্গলবার (২৮ মার্চ) রাতে কাশেম আলীর বাড়িতে গিয়ে পৌঁছে দিয়েছেন দুটি দোচালা ঘর তৈরির সরঞ্জাম।
এর আগে গত রোববার (২৬ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার কানিহারী ইউনিয়নের বালিদিয়া গ্রামের কৃষক কাশেম আলীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সব কিছু হারিয়ে অসহায় হয়ে পড়ে আট সদস্যের এ পরিবারটি। স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে বিষয়টি জানতে পেরে পর দিন ফেসবুক লাইভে আসেন তাসরিফ।
ফেসবুক লাইভে তাসরিফ খান হুমকি দেওয়া ওই বখাটের ছবি দেখিয়ে বলেন, লালশার্ট পরা এই ছেলেটা সন্ধ্যায় আমাদের সাথে যা তা ব্যবহার করলো। ছেলেটার নাম শুভ। ত্রিশালের এই ছেলেটা কত বড় নেতা আমার জানা নেই, তবে আজ কাশেম চাচাকে সাহায্য করতে গিয়ে ত্রিশালের কালির বাজার এলাকায় আমি গাড়িতে বসে মুখের ব্যায়ামগুলো করছিলাম।
ছেলেটা তার বন্ধুদের নিয়ে ছবি তুলতে আসে। আমার ছোট ভাই তানজীব গাড়ি থেকে নেমে তাকে বুঝিয়ে বলতে যায়, এখন ছবি তোলা যাবে না, ভাইয়া ব্যায়াম (মুখের সমস্যায়) করছে। এই কথা শুনে ছেলেটা তানজীবকে ধমকের স্বরে বলে, ‘তার এলাকায় থাকলে নাকি তার কথা মানতেই হবে, ছবি তুলতেই হবে, এমনকি সে যা বলে তাই করতে হবে, অন্যথায় আমরা যেন এই এলাকা থেকে চলে যাই।’
+ There are no comments
Add yours