সহকারী পুলিশ সুপার (সার্কেল) কামরুল ইসলাম বলেছেন, রমজানের পবিত্রতা রক্ষার্থে সমাজে মাদক, অসাধু ব্যবসায়ী, অসামাজিক কার্যকলাপ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ব্যবসায়ীদের অধিক মুনাফা না করে দ্রব্যমূল্য হিস্তিশীল রেখে মূল্য তালিকা প্রদর্শিত করে ব্যবসা পরিচালনার আহবায়ন জানান।
মাদাকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদকসেবী মাদক ব্যবসায়ীদের বয়কট করা, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দোহাজারী সড়ক জানজট মুক্ত রাখতে সকলকে যৌথভাবে কাজ করার আহ্বান জানান।
গতকাল ৩১ মার্চ বিকেলে বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি এ স্লোগান নিয়ে দোহাজারী পৌরসভা হাজারী টাওয়ারে এক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
চন্দনাইশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) কামরুল ইসলাম। সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ’র সঞ্চলনায় আলোচনায় অংশ নেন, ট্রাফিক ইনসার্জ কবির উদ্দিন সরকার, দোহাজারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিল্লাল হোসেন, এ এস আই নুর নবী, এ এস আই আলাউদ্দিন, পৌরসভা আ’লীগের সভাপতি আবদুল শুক্কুর, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এম বাবর আলী ইনু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নবাব আলী, দোহাজারী হাজারী শপিং’র সভাপতি লোকমান হাকিম, সাধারণ সম্পাদক মুহিম বাদশা, যুবলীগ নেতা ওসমান আলী ভুট্টো, কবি জাহাঙ্গীর, মেম্বার যথাক্রমে জামাল উদ্দিন, শাহ আলম, ব্যবসাসীয় নেতা যথাক্রমে, ওসমান গণী, মো. মামুনুল ইসলাম, মো. পেঠান সও. মো. আলমগীর, বন্ধন বড়ুয়া, নুর মোহাম্মদ, বাদশা, জাফর আলী, দেলোয়ার, মোবারক হোসেন, মো. জসিম, মো. ইদ্রিসসহ ব্যবসায়ী জনপ্রতিনিধি ও বিট পুলিশিং নেতৃবৃন্দ। সমাবেশে দোহাজারী পৌরসভার বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours