বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ব্যবস্থাপনা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী জাকিয়া সুলতানা জয়া র্যাগিংয়ের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের নূরুন্নাহার বেগম হলের ২৩৪ নম্বর রুমে এ ঘটনা ঘটে। এ সময় ওই ছাত্রী জ্ঞান হারিয়ে প্রায় ৪৫ মিনিট রুমের মেঝেতে পড়েছিলেন। জ্ঞান ফিরলে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন।
পরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নূরে জান্নাতের বিরুদ্ধে হলে ডেকে নিয়ে র্যাগিংয়ের অভিযোগ করছেন ওই ভুক্তভোগী শিক্ষার্থী।
এ ঘটনায় ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. এ এইচ এম মাহবুবুর রহমান বরারব একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী শিক্ষার্থী জয়া বলেন, আমাকে হলে যে বিষয়ের জন্য ডাকা হয়েছে আমি সে বিষয় সম্পর্কে কিছুই জানতাম না। কেন আমাকে হলে নিয়ে এরকম মানসিক নির্যাতন করা হলো তা আমি জানি না। আমি অসুস্থ থাকার পরও বেশ কয়েকবার আমাকে হলে ডাকা হয় এবং সেখানে নিয়ে মানসিক নির্যাতন করা। এক পর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি সেখানে।
এ বিষয়ে আমি প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। এই ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বঙ্গমাতা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা আর দ্বিতীয়বার যেন না ঘটে এটাই আমার প্রশাসনের কাছে চাওয়া।
উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না বা কিছু শুনিনি। এখন পর্যন্ত আমার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি।
+ There are no comments
Add yours