পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের (অভ্যুত্থান ৬৯) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ মার্চ) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের মাঠে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
জানা যায়, প্রতিবছর রমজান মাসে রাবির বিভিন্ন ব্যাচ কর্তৃক ইফতার মাহফিল আয়োজিত হয়। তারই ধাবাহিকতায় এবছর নবীন ব্যাচ হিসেবে রাবির ৬৯ তম ব্যাচের কিছু শিক্ষার্থী এই ইফতার মাহফিলের উদ্যোগ নেয়। নিজেদের সম্মিলিত প্রচেষ্টায় তারা বিভিন্ন ব্যাচ থেকে প্রায় ৩৫০ জন শিক্ষার্থীকে নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করেন।
এসময় তারা পবিত্র মাহে রমজানের আত্মশুদ্ধিকে জীবনে ধারণ করে নিজ নিজ শিক্ষাক্ষেত্রে নিজেদের মেধাকে কাজে লাগিয়ে গৌরবোজ্জ্বল স্থান রেখে যাওয়ার ইচ্ছে পোষণ করেন।
ইফতারে শুরুতে দোয়া ও মোনাজাত করেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ হাবীবুল্লাহ। ইফতার মাহফিলের আয়োজক হিসেবে ছিলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফারজানা খান সারথি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রেদওয়ান ইসলাম হৃদয়, পরিসংখ্যান বিভাগের সৌমেন চক্রবর্তী ও লিখন, ইসলামিক স্টাডিজ বিভাগের সালাহউদ্দিন, আইন বিভাগের মিশাদ আরবী বিভাগের সিরাজী, আইবিএ বিভাগের ইউসুফ আলী।
ফারজানা খান সারথি, রাজশাহী বিশ্ববিদ্যালয়
+ There are no comments
Add yours