নাঙ্গলকোটে আওয়ামীলীগ নেতার উপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Estimated read time 0 min read
Ad1

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বাঙ্গড্ডা ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর পেয়ার আহমেদের উপর গত ৩মার্চ সোমবার রাতে মুন্সীরহাট বাসায় যাওয়ার পথে গান্দাচি গ্রামের শেখ আহমেদ মেম্বারের বাড়ীর সামনে পৌছালে সাবেক চেয়ারম্যান ইয়াকুব আলী মজুমদারের ছেলে মারুফ মজুমদার, সফিকের ছেলে ইব্রাহিম,শেখ আহমেদের ছেলে সজিব,জামাল মজুমদারের ছেলে শাহীন,ফখরুল মজুমদারের ছেলে রাকিব মজুমদারসহ কয়েকজনের করা সন্ত্রাসী হমলা,রাজনৈতিক ষড়যন্ত্র ও শারীরিক ভাবে লাঞ্চিত করার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন;ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুর রশিদ মজুমদার, ৯নং ওয়ার্ড মেম্বার আকবর হোসেন মানিক,বাঙ্গড্ডা গ্রামের বাহার আহমদ,জসিম উদ্দিন, শহিদুল ইসলাম, ফোরকান আহম্মদ,মাওঃআমান উল্লাহ, আবু রশিদ,হেদায়েত উল্লাহ,হিরণ মিয়া,আবুল কালাম,গান্দাচি গ্রামের সোহাগ বেপারী,কামরুল ইসলাম প্রমূখ।

সংবাদ সম্মেলনে প্রফেসর পেয়ার আহমেদের বলেন; আমি গত ৩মার্চ সোমবার রাতে আমার ফার্মেসি থেকে মুন্সীরহাট বাসায় যাওয়ার পথে গান্দাচি গ্রামের শেখ আহমেদ মেম্বারের বাড়ীর সামনে গেলে আমার ফোনে একটি কল আসে তখন আমি সেখানে হুন্ডা থামিয়ে ফোনে কথা বলতেছি এমন সময় ঐ গ্রামের সাবেক চেয়ারম্যান ইয়াকুব আলী মজুমদারের ছেলে মারুফ মজুমদার, সফিকের ছেলে ইব্রাহিম,শেখ আহমেদের ছেলে সজিব,জামাল মজুমদারের ছেলে শাহীন,ফখরুল মজুমদারের ছেলে রাকিব মজুমদারসহ কয়েকজন মিলে আমাকে এলোপাতিড়ি কিলগুসী মারতে থাকে এবং আমার হোন্ডার চাবি,মোবাইল, নগদ ১লক্ষ টাকা চিনিয়ে নিয়ে যায়।

এরপর আমাকে টেনে হিছড়ে জামাল মজুমদারের ঘরে আটক করে,সেখানে আমাকে প্রাণনাশের হুমকি দেয় রাজনীতি ছেড়ে দেয়ার জন্য, পরবর্তীতে খবর পেয়ে আমার বড় ভাই ফোরকান ও আমার গ্রামের মাহবুবুলহক সেখান থেকে আমাকে উদ্ধার করে নিয়ে আসে।আমার রাজনীতি প্রতিপক্ষ বন্ধুরা ঈর্ষান্বিত হয়ে আমার ওপর এই আক্রমণ চালায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি নাঙ্গলকোট থানা লিখিত অভিযোগ করেছি এবং প্রশাসন আমার হোন্ডা ও মোবাইল উদ্ধার করে দিয়েছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন; আমি এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি সাথে সাথে ফোর্স পাঠিয়ে প্রফেসর পেয়ার আহমেদের হোন্ডা,মোবাইল উদ্ধার করে দিয়েছি এবং আমরা বিষয়টি খতিয়ে দেখছি,সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেব।

মোঃ সাইফুল ইসলাম, কুমিল্লা

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours