কুমিল্লায় অভিনব কায়দায় মাদক সরবরাহকালে মাদক কারবারি আটক

Estimated read time 1 min read
Ad1

কুমিল্লায় অভিনব কায়দায় পরিবহনের সময় ৫৪ বোতল স্কাফসহ আশিকুর রহমান আশিক (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ঘোলাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে সিএনজির টায়ার ও চালকের সীট কভারের ভিতর থেকে ৫৪ বোতল স্কাফ উদ্ধার করা হয়।

আটককৃত মাদক কারবারি কুমিল্লার গর্জনখোলার মৃত সুলতান মল্লিকের ছেলে। এসময় মাদক পরিবহণের ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করা হয়।

শুক্রবার (৭ এপ্রিল) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন। র‌্যাব জানায়, সে দীর্ঘদিন কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে স্কাফসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

এছাড়াও সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ আড়াল করে মাদক পরিবহনের জন্য সে সিএনজির টায়ারের ভিতরে ও চালকের বসার সীট কভারের ভিতরে করে অভিনব কায়দায় মাদক পরিবহন করছিল। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours