সার্ভার সমস্যার কারণে ভোগান্তিতে পড়েছেন ঈদে বাড়ি যাওয়ার জন্য ট্রেনের টিকিট প্রত্যাশী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আজ সকাল থেকে এ নিয়ে নানা অভিযোগ করছেন তারা। ‘বাংলাদেশ রেলওয়ে ফ্যান গ্রুপ’ নামে প্রায় দুই লাখ সদস্যের একটি ফেসবুক গ্রুপে বেশ কয়েকজন টিকিট প্রত্যাশী এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন। রেলের টিকিট বিক্রির দায়িত্বে থাকা সহজ ডটকম প্রতি মিনিটে বিক্রি করতে সক্ষম ৮ হাজার টিকিট। একসঙ্গে ১০ লাখ লোক তাদের সাইটে প্রবেশ করতে পারবে বলে জানিয়েছিল তারা।
এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, প্রথম মিনিটে অতিরিক্ত ভিজিটর প্রবেশ করায় সার্ভারে এ সমস্যা দেখা দিয়েছে। তার দাবি, আজ প্রথম মিনিটে মোট ১৩ লাখ ভিজিটর ওয়েবসাইটে প্রবেশ করেছে।
শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে ঈদের অগ্রিম টিকিট বিক্রি। এবার ট্রেনের শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। যাত্রা শুরুর ১০ দিন আগে কেনা যাচ্ছে ট্রেনের টিকিট।
+ There are no comments
Add yours