
টানা দ্বিতীয় ম্যাচেও হারের মুখ দখল মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে লড়াই করতেই পারেনি রোহিত শর্মার দল।
আজিঙ্কা রাহানের দুর্দান্ত অর্ধশতকে সহজ জয় পেয়েছে চেন্নাই। শনিবার (৮ এপ্রিল) মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেট ও ১১ বল হাতে রেখে হারিয়েছে চেন্নাই সুপার কিংস।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে মুম্বাই। জবাবে আজিঙ্কা রাহানের ১৯ বলের অর্ধশতকে ভর করে হেসেখেলে জয় পায় চেন্নাই।
এদিন টস জিতে আগে মুম্বাইকে ব্যাটিংয়ে পাঠায় চেন্নাই। রোহিত শর্মা ও ইশান কিশানের ব্যাটে উড়ন্ত সূচনা পায় স্বাগতিকরা। চতুর্থ ওভারের শেষ বলে রোহিত শর্মার উইকেট হারানোর আগে ৩৮ রান তোলে তারা। ১৩ বলে ২১ রান করেন মুম্বাই অধিনায়ক।
+ There are no comments
Add yours