বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই দল বাম-ডানে একাকার। তারা সব এক জায়গায় একাকার। তাদের মধ্যে বিভিন্ন মত ও বিভিন্ন পথ। তারা জগাখিচুরি দল।
আজ (১০ এপ্রিল) আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির ৫২ দলের জোটের মধ্যে এখন কয়টি দল আছে জানি না। তাদের মধ্যে মান-অভিমান চলছে। মির্জা ফখরুল একজনকে ঠিক করেন অন্যদিকে আরেকজন বের হয়ে যায়। তাদের মধ্যে মান-অভিমানের পালা চলছে…কেউ যায়, কেউ আসে। শেষ পর্যন্ত জোটের সদস্য সংখ্যা কত হয় সেটাই দেখার বিষয়।
তিনি বলেন, এত পরিশ্রম করে একজন প্রধানমন্ত্রী কীভাবে বেঁচে আছেন! কার জন্য? সবই মানুষের জন্য। তার নিজের উন্নযনের জন্য নয়, দেশের এবং দেশের মানুষের উন্নয়নের জন্য। তিনি যা করেন দেশের মানুষের জন্য করেন।
শেখ হাসিনা আপনাদের যত প্রতিশ্রুতি দিয়েছেন তা ভঙ্গ করেননি। এই দেশের জনগণকে আশ্বস্ত করতে চাই…নেত্রীর সঙ্গে থাকুন। আল্লার ওপর ভরসা রাখুন, নেত্রীর ওপর আস্থা রাখুন। ইনশাল্লাহ এই দুঃসময় ও দুর্দিন কেটে যাবে।
+ There are no comments
Add yours