বান্দরবানে পার্বত্য জেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
আজ (১১ এপ্রিল) বেলা ১২টায় বান্দরবানের অরুণ সারকী টাউন হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাবৃত্তি প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) নুরুল আলম চৌধুরী, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আফসার চৌধুরী, বান্দরবান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিট) মো. ফজলুর রহমান, পুলিশ সুপার মো. শাহ আলম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙামাটি ইউনিটের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা।
শিক্ষাবৃত্তি প্রদানকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুবিন মো. ইয়াছির আরাফাত জানান, উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বান্দরবান পার্বত্য জেলায় কলেজ পর্যায়ে ৩০৩ জন শিক্ষার্থী ৮ হাজার টাকা করে ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৪২২ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে মোট ৬৩ লাখ ৪১ হাজার টাকা প্রদান করা হয়। পার্বত্য চট্টগ্রামের তিন পার্বত্য জেলায় ২ কোটি টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
+ There are no comments
Add yours