পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী বৈসাবি উৎসব উপলক্ষ্যে পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের অংশগ্রহণে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা।
আজ (১১ এপ্রিল) সকালে জেলা পরিষদ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে টাউনহল প্রাঙ্গণে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি।
এর আগে, জেলা পরিষদ প্রাঙ্গণে শোভাযাত্রার উদ্বোধন করেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি)। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ড. গোলাম মহিউদ্দিন আহমেদ, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মো. নাইমুল হক ও মং সার্কেল চীফ সাচিংপ্রু চৌধুরীসহ আরও অনেকে।
+ There are no comments
Add yours