রামুতে বিপুল গোলাবারুদসহ গ্রেপ্তার ৩

Estimated read time 0 min read
Ad1

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

১০ এপ্রিল উপজেলার ঈদগড় ইউনিয়নের ঢালারমোড় ও সদরের চৌফলদন্ডী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় দেড় হাজার পিস বুলেট জব্দ করা হয়।

আজ (১২ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীর বানিয়াপাড়ার আবছার কামালের পুত্র মো. হুমায়ুন কবির (২৩), একই ইউনিয়নের সাবেকপাড়ার এনামুল হকের পুত্র মো. রিয়াজ উদ্দীন (৩১) ও চৌফলদন্ডীর ডেইলপাড়ার সিরাজুল ইসলামের পুত্র আবদুল মালেক (২১)।

গ্রেপ্তারকৃতরা একটি অবৈধ অস্ত্র তৈরি, অস্ত্র চোরাচালান ও অস্ত্র ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র সরবরাহ করা ছাড়াও দেশের বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডে অস্ত্র সরবরাহ করত বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours