মোঃ জয়নাল আবেদীন,সীতাকুণ্ড প্রতিনিধি:
উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ের পাদদেশ থেকে মাটি খুঁড়ে কঙ্কাল উদ্ধার করা হয়েছে।আসামীর স্বীকারোক্তি মূলক অপহরণের ৪ বছর পর সালাউদ্দিন নামের এক যুবকের মাটি খুঁড়ে কঙ্কাল উদ্ধার করে সিআইডি। সালাউদ্দিন কুমিরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দীঘির পাড় এলাকার নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
১২ ডিসেম্বর(২০২০) শনিবার বিকাল ৩ টায় উপজেলার ছোট কুমিরা ইউনিয়নের পাহাড়ের পাদদেশে ত্রিপুরা পাড়া থেকে মাটি খুঁড়ে কঙ্কাল উদ্ধার করা হয়।
জানা যায়, তার বউয়ের সাথে পরকিয়ার জেরে ২০১৬ সালে সালাউদ্দিন কে গুম করে পাহাড়ের পাদদেশে নিয়ে খুন করে আলাউদ্দিন মাটিতে পুঁতে ফেলে।এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের হলে আসামী গ্রেফতার হয়। দীর্ঘদিন মামলা চলার পর আসামী জামিনে বের হয়ে আসে।তখন মামলাটি সিআইডি তে হস্তান্তর হয়।
এ ঘটনায় আসামী আলমগীরকে বাড়ি থেকে সিআইডি গ্রেফতার করে।তার স্বীকারোক্তি মোতাবেক তাকে নিয়ে আজ পাহাড়ের পাদদেশ থেকে মাটি খুঁড়ে সালাউদ্দিনের কঙ্কাল উদ্ধার করা হয়। আলমগীর কুমিরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দীঘির পাড় এলাকার নুরুল আলম মেম্বারের পুত্র।
কঙ্কাল উদ্ধার কালে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম, সিআইডি অফিসার শরীফ, কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোর্শেদ হোসেন চৌধুরী।
+ There are no comments
Add yours