আজিজুল হক চৌধুরীঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে অপরাধ নিয়ন্ত্রণে আনতে উপজেলার প্রবেশদ্বার কালুরঘাট থেকে শুরু করে ৯টি জনগুরুত্বপূর্ণ স্থান ও হাট বাজারসহ প্রায় ৪০ কিমি সড়ক ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা গ্রহন করেছে বোয়ালখালী থানা পুলিশ।
১২ ডিসেম্বর (শনিবার) বিকেলে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল করিম সাংবাদিকদের এসব তথ্য জানান।
পাশাপাশি করোনা দ্বিতীয় ধাপের সংক্রমণ ঠেকাতে সরকারি বেসরকারি অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ও হাট-বাজারসহ সর্বত্র ‘মাস্ক’ ব্যবহার বাধ্যতামূলক নিশ্চিত করা এবং মাদক বিক্রেতারা যাত্রী বেশে এসব এলাকায় মাদক নিয়ে আসে ও মাদকসেবীদের কাছে বিক্রি করে থাকে। তাই অপরাধীরা যেন ক্রাইম জোন হিসেবে এসব এলাকাকে ব্যবহার করতে না পারে সে জন্য চেক পয়েন্টসমূহে নজরদারি বৃদ্ধির করা হবে।
এছাড়া ধর্ষণ, মাদক, ইয়াবা, বাল্যবিবাহ, চোরাচালান রোধ, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, পৌরসভা, চুরিসহ আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের নানা মুখী তৎপরতার তুলে ধরে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ক্রমান্বয়ে সব জায়গায় সিসি ক্যামরা বসানো হবে।
প্রাথমিকভাবে উপজেলার ৯টি গুরুত্বপূর্ণস্থান চিহিৃত করা হয়েছে। এ সিসি ক্যামরার যাবতীয় কার্যক্রম থানা থেকে নিয়ন্ত্রিত হবে এবং আগামী সোমবারের দিকে এ কার্যক্রম শুরু করা হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
+ There are no comments
Add yours