ভোলায় কোস্টগার্ড অভিযান চালিয়ে ঢাকাগামী তাসরিফ-১ লঞ্চ থেকে নয় হাজার কেজি অবৈধ মাছ জব্দ করেছে।
গতকাল (১৩ এপ্রিল) রাত ৯টার দিকে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট থেকে এসব মাছ জব্দ করা হয়।
পরে আজ (১৪ এপ্রিল) সকালে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা ও গরিব-অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। জব্দকৃত মাছের মধ্যে রয়েছে পোয়া, তপসে, কাঁকড়া ও দেশীয় পুঁটি।
জেলা মেরিন (মৎস্য) অফিসার মো. রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া তাসরিফ-১ লঞ্চে কোস্টগার্ড অভিযান চালায়।
তাদের উপস্থিতি টের পেয়ে মাছের মালিকরা পালিয়ে যায়। এ সময় নয় হাজার কেজি অবৈধ মাছ জব্দ করে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। তবে লঞ্চে মাছ পরিবহনে লঞ্চ মালিকদের সতর্ক করা হয়েছে।
+ There are no comments
Add yours