উপ-নির্বাচন উপলক্ষ্যে চট্টগ্রাম-৮ আসনে (বোয়ালখালী-চান্দগাঁও) তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
অর্থাৎ, ভোটের এলাকায় ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল করতে পারবে না। ইসির এ আদেশ বাস্তবায়ন করবে জেলা প্রশাসন।
ইসির উপ-সচিব মো. আতিয়ার জানিয়েছেন, ইতোমধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, জাতীয় সংসদের চট্টগ্রাম-৮ শূন্য আসনে ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ২৬ এপ্রিল দিবাগত মধ্যরাত ১২টা থেকে ২৭ এপ্রিল দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত ট্রাক, পিকআপ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া ২৫ এপ্রিল দিবাগত মধ্যরাত ১২টা থেকে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট, দেশিবিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিলযোগ্য হবে। আবার নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশিবিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কিছু জরুরি কাজ যেমন– অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য যানবাহন চলাচলের ক্ষেত্রে ওই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
এছাড়াও জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমন নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রয়েছেন– চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মো. ফরিদউদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শিহাব উদ্দিন মো. আব্দুস সামাদ।
+ There are no comments
Add yours