ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বলেছেন, দেশের সাধারণ মানুষের মাঝে সন্ত্রাসবাদ বিরোধী চেতনা রয়েছে।
যার ফলেই আমরা দেখেছি ২০০৫ সালে সারা দেশে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের যে তাণ্ডব ছিল তখনও দেশকে আফগানিস্তান, সিরিয়া বা লেবাননের মতো জঙ্গিরাষ্ট্র বানাতে পারেনি।
আজ (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে ময়মনসিংহ নগরীর সিলভার ক্যাসেল হোটেলে আয়োজিত এক কর্মশালায় তিনি একথা বলেন।
পুলিশের বিশেষায়িত সংস্থা এন্টিটেররিজম ইউনিট এবং ইউনাইটেড ন্যাশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি) এর যৌথ উদ্যোগে ‘বাংলাদেশে কমিউনিটি এবং বিট পুলিশিং মেকানিজম এবং কৌশলকে শক্তিশালী করার মাধ্যমে সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা মোকাবিলা করা’ শীর্ষক প্রকল্পের আওতায় ময়মনসিংহ রেঞ্জের কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রমে সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে বিদ্যমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণের জন্য কর্মশালার আয়োজন করা হয়।
এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি (প্রশাসন) মফিজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) এম এম হাসানুল জাহীদ, ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, ইউএনওডিসির বাংলাদেশে প্রধান শাহ মোহাম্মদ নাহিয়ান।
এতে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনার বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম তদারককারী কর্মকর্তাবৃন্দ, বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সদস্যবৃন্দ, ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
+ There are no comments
Add yours