
রাজ্যজুড়ে নজিরবিহীন তাপপ্রবাহ ও গরমের কারণে পশ্চিমবঙ্গের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ছুটি ঘোষণার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন তিনি নিজে। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে তাপপ্রবাহ চলছে। তা থেকে শিক্ষার্থীদের সুরক্ষা দিতেই আগামীকাল সোমবার থেকে ছুটি দেওয়া হচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। সামনের শনিবার পর্যন্ত চলবে এই ছুটি।
রাজ্য সরকারের শিক্ষামন্ত্রণালয় শিগগিরই এ সম্পর্কে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দেবে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছুটির পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলও যেন ছুটি ঘোষণা করে, সে জন্য অনুরোধ করছেন তিনি। যেহেতু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো স্বশাসিত, তাই মুখ্যমন্ত্রীর এই অনুরোধ।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা ও তার আশপাশে শিগগিরই তাপমাত্রা খুব একটা কমবে না শহরে। রবিবারও ৪০ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। ফলে অস্বস্তি যে কমছে না, তা এক প্রকার নিশ্চিত।
এই পরিস্থিতিতে সব থেকে সমস্যা হয় শিশু ও বৃদ্ধদের। যে সব বয়স্ক নারী-পুরুষ তাদের শিশুদের স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা করেন, তারাও অসুস্থ হয়ে পড়েন। মুখ্যমন্ত্রীর কণ্ঠেও এমন উদ্বেগই শোনা গিয়েছে।
+ There are no comments
Add yours