ভাস্কর্য নতুন কিছু নয়, ভাস্কর্য ৭২ সালেও ছিলঃ রেজাউল করিম

Estimated read time 1 min read
Ad1

মো. উজ্জ্বল, নগর প্রতিবেদক

আওয়ামীলীগ মনোনীত চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র পদপ্রার্থী এম.রেজাউল করিম চৌধুরী বলেন, ভাস্কর্য নতুন কিছু নয়, ভাস্কর্য ১৯৭২ সালেও ছিল।

এসময় তিনি প্রশ্ন রেখে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অপরাজেয় বাংলা এটা কি ভাস্কর্য নয়? এর পরেও তো অনেক ভাস্কর্য হয়েছে!

শনিবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবে ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ আয়োজিত ডিজিটাল বাংলাদেশ দিবস এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার ৪৯ বছর পরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে তাঁরা কি প্রমাণ করতে চাচ্ছে? এরা স্বাধীনতা বিরোধীতা করেছিল, এরা আমাদের বুদ্ধিজীবিদের হত্যা করেছে, আমাদের মা-বোনদের ইজ্জ্বত নষ্ট করেছে, তাঁরাই আবার ধর্মের দোহাই দিয়ে ভাস্কর্যের কথা বলে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি চেষ্টা করছে।

শফিউল করিম চৌধুরীর সভাপতিত্বে, মো. শওকত হোসাইন সানি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ মাহমুদুল হক।

আরো উপস্থিত ছিলেন, ১৮নং বাকলিয়া ওয়ার্ড, আওয়ামীলীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব হারুন অর-রশিদ চৌধুরী। বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক-রুবেল সিকদার, সিনিয়র সহ-সভাপতি নাঈম বেপারী, সহ-সভাপতি ও প্রধান সমন্বয়কারী এসএম মেহেদী হাসান সুমন, সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় প্রধান এম.এ. জব্বার, যুগ্ম সাধারন সম্পাদক মো. মাহবুবুল আলম, ৩৮নং ওয়ার্ড আওয়ামীলীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী গোলাম মো. চৌধুরী, ৩১নং আলকরণ ওয়ার্ড আওয়ামীলীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী আব্দুস সালাম মাসুম, ৯,১০ ও ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ মনোনীত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী তসলিমা নুর জাহান রুবি, হাসান মামুন প্রমূখ।

 

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours