
সুনামগঞ্জে বিভিন্নস্থানে পরিবহন শ্রমিকদের নির্যাতন ও পরিবহনে চাঁদাবাজি বন্ধ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আগামী ২ মে’র মধ্যে তাদের দাবি মেনে না নিলে ৩ মে থেকে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতিতে যাওয়ার আল্টিমেটাম দিয়েছেন তারা। মানববন্ধনে পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপন করা হয়।
রোববার (১৬ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে এই মানববন্ধন কর্মসূচি পালন করে সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।
সংগঠনের সভাপতি সুজাউল কবিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, কার্যকরী সভাপতি বোরহান উদ্দিন, সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ জহিরুল ইসলাম।
মানববন্ধনে জেলা বাস মিনিবাস কোচ শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি আনোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক মনির আলী, সাংগঠনিক রজব আলী মোল্লা, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক সুমন আহমদ, অর্থ সম্পাদক নজির হোসেন, সদস্য বিলালসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours