আরিফুল ইসলাম (বিশেষ প্রতিনিধি) মধুপুর টাঙ্গাইল // টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ডাকাতি রোধকল্পে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে মধুপুর উপজেলার রক্তিপাড়া বাসস্ট্যান্ড হতে নরকোনার মধ্যবর্তী স্থানে চেকপোস্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে টাঙ্গাইল জেলা পুলিশ প্রশাসন।
টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের রক্তিপাড়া বাসস্ট্যান্ড হতে মধুপুর পৌরসভাধীন নরকোনা পর্যন্ত এলাকা জনশূন্য থাকার কারণে মাঝে মধ্যেই বাসে ডাকাতি সংঘটিত হয়।
মধুপুরের বহুল আলোচিত বাস ডাকাতি ও যাত্রী ধর্ষনের ঘটনার পর গত (৩এপ্রিল) সোমবার দিবাগত রাত দেড়টার দিকে আবারও একই স্থানে ঢাকা টু মাদারগঞ্জ স্পেশাল বাসে ডাকাতির ঘটনা ঘটে এবং সেই ঘটনায় ডাকাতদল ৭জনকে এলোপাতাড়ি ভাবে ছুরিকাঘাত করে ৫ লক্ষাধিক টাকার মালামাল লুন্ঠন করে নরকোনা নামক স্থানে এসে গাড়ি থেকে নেমে যায়।
পরবর্তীতে টাঙ্গাইল জেলার চৌকস গোয়েন্দা শাখার (ডিবি উত্তর টাঙ্গাইল) কয়েক ঘন্টার ব্যবধানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করে ১০দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে।
পরপর একি স্থানে একি কায়দায় বাস ডাকাতির ঘটনার পরিপ্রেক্ষিতে টাঙ্গাইল জেলা পুলিশ প্রশাসন উক্ত এলাকায় চেকপোস্ট স্থাপনের উদ্যোগ গ্রহন করেন।
এরই ধারাবাহিকতায় শনিবার (১৫এপ্রিল) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট স্থাপনের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, সহকারি পুলিশ সুপার (মধুপুর সার্কেল) ফারহানা আফরোজ জেমি, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম, পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
+ There are no comments
Add yours