হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সাদুল্লাপুর গ্রামে ইংল্যান্ড প্রবাসী আখলাক চৌধুরী গুলজারের মা মালা বেগম (৫০) ও স্ত্রী রুমি বেগম (২২) হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- নবীগঞ্জ উপজেলার আমতৈল গ্রামের আমির হোসেনের ছেলে তালেব মিয়া (২৯) ও একই উপজেলার হোসেনপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে জাকারিয়া আহমেদ শুভ (২৫)।
রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। সোমবার (১৭ এপ্রিল) দুপুর ১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়েরা জজ আদালত-১ এর বিচারক মো. আজিজুল হক এ রায় দেন।
এই রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সালেহ আহমেদ জানান, দুই আসামি কুপ্রবৃত্তি চরিতার্থ করতে না পেরে শাশুড়ি ও পুত্রবধূকে উপর্যুপরি আঘাত করে হত্যা করে। এই দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। মামলার ৩২ সাক্ষীর মধ্যে ৩১ জনের সাক্ষী গ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।
+ There are no comments
Add yours