মার্কেটে-মার্কেটে আগুন : নাশকতার দিকেই ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

Estimated read time 1 min read
Ad1

রাজধানীর বিভিন্ন মার্কেটে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কি না; তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ (১৭ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। আসাদুজ্জামান খান বলেন, “আমরা মনে করি, এসব কিছুর পেছনে যদি কোনো উদ্দেশ্য থাকে, কোনো নাশকতা থাকে বা কেউ ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দিয়ে থাকেন, একটা ঘটনা ঘটানোর জন্য সেটাও আমাদের কাছে চলে আসবে। আমরা সেজন্য কাজ করছি।”

মন্ত্রী বলেন, “আপনারা দেখছেন গত ৫৮ বছরের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা চলছে। আমাদের পার্শ্ববর্তী দেশেও দেখলাম হিট স্ট্রোকে মানুষ মারা যাচ্ছে। ঢাকায় ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেটা আমরা চিন্তাও করতে পারি না। সবচেয়ে বেশি তাপমাত্রা চুয়াডাঙ্গায়। এই অবস্থায় একটা জিনিস আমরা লক্ষ্য করছি- আমাদের মার্কেটগুলোতে হঠাৎ আগুন লাগছে। আমরা বঙ্গবাজারে আগুন দেখেছি, নবাবপুরে ইলেকট্রিক মার্কেটে আগুন দেখেছি। সর্বাত্মক প্রচেষ্টা নেওয়ার পরেও প্রায় রোজই আমরা আগুনের দৃশ্যটা দেখছি।”

“প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) নির্দেশনা দিয়েছেন যে- হঠাৎ করে একইসঙ্গে এত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে কেন? সেই ঘটনাগুলো আমরা তদন্ত করছি। আমাদের একটা টিম আগে থেকেই কাজ করছিল। যে টিম কাজ করছিল, তাদের এই আইটেমটাও…আগুন লাগার মূল কারণটা কী, উৎসটা কী, তদন্ত করার জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে”, যোগ করেন তিনি।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে হয়েছে তারা উদ্দেশ্যমূলকভাবে এই ভাঙচুরগুলো করেছে। তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিভিন্ন দলের অ্যাকটিভিস্ট বলে তারা পরিচয় দিয়েছে। এসব কিছু নিয়েই আমাদের তদন্ত চলছে। আমরা আশা করি, তদন্তের পর আপনাদের আরও কিছু জানাতে পারব”, উল্লেখ করেন মন্ত্রী।

৫৮টি মার্কেট ঝুঁকিপূর্ণ, সেসব মার্কেট কি করা হবে জানতে চাইলে তিনি বলেন, এই মার্কেটগুলোর ব্যবসায়ী যারা আছেন, তারা এটার ব্যবস্থা নেবেন। ঝুঁকিপূর্ণ  অবস্থায় মার্কেটগুলো চালাবেন কি না; এটা তারা বলতে পারবেন। আমি মনে করি, দ্রুতই ঝুঁকিপূর্ণ মার্কেট থেকে ব্যবসায়ীরা তাদের ব্যবসা অন্যত্র সরিয়ে নেবে।

তদন্ত কমিটি কয়টি করা হয়েছে, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনটি তদন্ত কমিটি করা হয়েছে। একটি ফায়ার সার্ভিসের, আরেকটি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি তদন্ত কমিটি রয়েছে। সেখানে সরকারি সব অফিস, কেবিনেটের প্রতিনিধিদের নিয়ে এ কমিটি হয়েছে। সেখানে নতুন অ্যাজেন্ডা দেয়া হয়েছে। এ দুইটি বিষয় যেমন- এই অগ্নিকাণ্ড নাশকতা কি না, রাজনৈতিক কোন ইন্ধন আছে কি না; এসব বিষয় দেখতে বলা হয়েছে। তারা এটা আরও ডিটেইল তদন্ত করবে এবং দ্রুত প্রতিবেদন দেবে। এজন্য দুই দিন সময় বাড়ানো হয়েছে।

ফায়ার সার্ভিসের ওপর হামলার ঘটনায় রাজনৈতিক ইন্ধনের কথা বললেন, আসলে এটা কোন দলের বলে মনে করছেন; এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা এটা আরও একটু নিশ্চিত হয়ে জানাব। তবে প্রাথমিকভাবে জেনেছি- তারা একটি রাজনৈতিক দলের কোনো গোষ্ঠী। আরও তদন্ত করে জানাতে পারব।

কেবি২৪/ককজ

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours