দ্রুতগতির সোনার বাংলা ট্রেন চট্টগ্রাম ছেড়ে যায় বিকেল ৫টায়। তবে গতকাল দুর্ঘটনার পর আজ (১৭ এপ্রিল) ট্রেনটি চট্টগ্রাম ছাড়তে বিলম্ব হয়। সবশেষ রাত ৮টা ৪০ মিনিটেও ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যায়নি।
এ বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী বলেন, সাড়ে ৯টার দিকে ট্রেনটি ছাড়তে পারে। দুর্ঘটনায় সোনার বাংলা ট্রেনের কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোরিয়া থেকে আনা নতুন বগি দিয়ে ট্রেন পরিচালনা করা হচ্ছে। এজন্য দেরি হচ্ছে।
দুর্ঘটনার পর চারজনকে বরখাস্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। তারা হলেন- সোনার বাংলা ট্রেনের গার্ড আব্দুল কাদের (চট্টগ্রাম ডিভিশন), লোকোমাস্টার মো. জসিম উদ্দিন (ঢাকা হেডকোয়ার্টার), সহকারী লোক মাস্টার মো মহসিন (ঢাকা হেডকোয়ার্টার) ও হাসানপুর স্টেশনের মেইনটেইনার সিগন্যাল ওয়াহিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ঘটনায় চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মো. ইমরানকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে। কমিটির বাকি ৩ জন হলেন- বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) মো. জাহিদ হাসান, বিভাগীয় সংকেত প্রকৌশলী জাহেদ আরেফিন পাটোয়ারি তন্ময় ও বিভাগীয় প্রকৌশলী-১ এম এ হাসান মুকুল। তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
+ There are no comments
Add yours