রংপুরে বৃষ্টির সুখবর

Estimated read time 0 min read
Ad1

তীব্র তাপপ্রবাহে ও ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে রংপুরের জনজীবন। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ।

তবে আজ (১৮ এপ্রিল) সকাল থেকে রংপুরে মৃদু বাতাস বইতে শুরু করায় কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে।

সকাল ৯টা ২৫ মিনিটে রংপুর আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ মোস্তাফিজার রহমান এক ক্ষুদে বার্তায় আগামী ২০ এপ্রিল থেকে রংপুর বিভাগে বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা জানিয়েছেন।

ওই ক্ষুদে বার্তায় তিনি জানান, বাতাসে আর্দ্রতা বৃদ্ধির কারণে ভ্যাপসা গরমের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। রংপুর বিভাগসহ দেশের আকাশ অনেক এলাকায় প্রায় আংশিক মেঘলা থাকতে পারে। সিলেট বিভাগের অনেক এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী ২০ এপ্রিল থেকে রংপুর বিভাগসহ অন্যান্য বিভাগে বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে।

আবহাওয়া দপ্তর বলছে, দেশের বিভিন্ন জেলায় আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দেশের অনেক জেলায় গতকালের (১৭ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভঙ্গ করার শঙ্কা রয়েছে।

সোমবার ঈশ্বরদীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে ওইদিন ঢাকার তাপমাত্রা আগের দিনের চেয়ে ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কমে যায়।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours