দেশে স্মরণকালের সবচেয়ে বেশি তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য খোলা আকাশের নিচে নামাজ আদায় (সালাতুল ইস্তিসকার) করেছেন চাঁপাইনবাবগঞ্জবাসী।
আজ (১৮ এপ্রিল) সকালে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সন্ন্যাসী মাঠে এই নামাজ আদায় করেন শতাধিক মুসল্লি। নামাজ শেষে গরম থেকে মুক্তি, ফসল রক্ষা ও বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়।
স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জে গত দুই সপ্তাহ থেকে প্রচন্ড দাপদাহ বইছে। বাতাসে আগুন জ্বলছে। বৃষ্টির অভাবে এই এলাকার আমবাগানগুলোর অবস্থা ভয়াবহ। গাছ থেকে আমের গুটি ঝরে পড়ে যাচ্ছে। পানির ভীষণ প্রয়োজন এখন।
+ There are no comments
Add yours