বিশেষ প্রয়োজন ছাড়া প্রখর রোদে বাইরে বের না হওয়াসহ বিভিন্ন নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে খুলনার জেলা প্রশাসক মো. ইয়াসির আরেফীন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অন্যান্য জেলার ন্যায় খুলনা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বহমান রয়েছে। এ অবস্থায় সিভিল সার্জনের সঙ্গে পরামর্শক্রমে খুলনা জেলাবাসীকে নিম্নোক্ত নির্দেশনাসমূহ প্রতিপালনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো :
- বিশেষ প্রয়োজন ব্যতীত প্রখর রোদে বাইরে বের না হওয়া, বিশেষ প্রয়োজনে ঘরের বাইরে বের হলে ছাতা ব্যবহারের চেষ্টা করতে হবে।
- পানি শূন্যতা পরিহার করতে প্রচুর পানি পান করতে হবে। রোজাদাররা ইফতারি এবং সেহরিতে প্রচুর পরিমাণ পানি পান করবেন।
- ইফতারিতে ভাজা পোড়া খাবার যথাসম্ভব পরিহার করতে হবে।
- ঠাণ্ডা পানি দিয়ে শরীর বার বার মুছতে হবে।
- শ্বাসকষ্টের রোগী ও শিশুদের বিষয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে।
- পাখি বা বাদুড়ের খাওয়া কোনো ফল এবং কাঁচা রস খাওয়া পরিহার করতে হবে।
- বাস শ্রমিকসহ অন্যান্য শ্রমিকরা যেন বেশিক্ষণ তীব্র রোদে না থাকে সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে।
কৃষি সম্প্রসারণ এবং মৎস্য অধিদপ্তরের জেলা ও উপজেলা কার্যালয় থেকে বিদ্যমান প্রতিকূল আবহাওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করতে হবে।
+ There are no comments
Add yours