জামালপুর সদর উপজেলায় এক গর্ভবতী গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।
গতকাল (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের দেওলিয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, নিহত গৃহবধূর শাশুড়ি উষা, নানী শাশুড়ি আকলিমা ও দেবর শরীফ।
নিহতের বাবা ইব্রাহিম খলিল অভিযোগ করে বলেন, গর্ভবতী হওয়ার পর থেকে আমার মেয়ের ওপর নির্যাতন বাড়িয়ে দেয় উজ্জল ও তার পরিবার। মঙ্গলবার রাতে ইদের ছুটি পেয়ে বাড়িতে আসে উজ্জল। বাড়িতে এসেই গর্ভপাত ঘটানোর চেষ্টা করে উজ্জল ও তার পরিবার। এতে রাজি না হলে রাতে ঘরের দরজা-জানালা বন্ধ করে পরিকল্পিতভাবে আমার মেয়েকে পিটিয়ে হত্যা করে তার।
এ বিষয়ে জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ খবর বাংলাকে বলেন, রাত ১২টার দিকে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর অচেতন দেহ উদ্ধার করে পুলিশ। এরপর স্থানীয়দের সহযোগিতায় জামালপুর জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফাহমিদ হাসান/বিশেষ প্রতিনিধি
+ There are no comments
Add yours