
যশোরে মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঐশি নামে এক নারী নিহত হয়েছেন।
গতকাল (২২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বকচর র্যাব অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তার স্বামী ও দেবর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইসমাইল হোসেন শহরের বকচর কবরস্থানপাড়ার বাসিন্দা। মাত্র ছয় মাস আগে প্রেম করে বিয়ে করেছিলেন এই দম্পতি।
জানা যায়, একটি প্রাইভেটকার ইউটার্ন নেওয়ার জন্য অপেক্ষা করছে। এমন সময় মনিহার থেকে মুরলীর দিকে দ্রুত গতিতে আসা মোটরসাইকেলটির প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী ঐশি।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, বকচরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রাইভেটকারের চালক ও আরোহীরা পালিয়েছে। তবে প্রাইভেটকারটি পুলিশের হেফাজতে রয়েছে।
+ There are no comments
Add yours