জামালপুর সদর উপজেলার নরুন্দিতে চকবাজার মোড়ে সব সময় জ্যাম লেগে থাকে আর জ্যাম লাগার মূল কারণ হচ্ছে অবৈধভাবে বিভিন্ন দোকান স্থাপনা, আর এই জ্যামের জন্যই সব সময় যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটে, মানুষের নানামুখী সমস্যার সম্মুখনি পোহাতে হয় ।
নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ তোফাজ্জল হোসেন ও তার সঙ্গীও ফোর্স নিয়ে, একটি উচ্ছেদ অভিযান শুরু করেন। বিশেষ করে এম্বুলেন্স ফায়ার সার্ভিস দ্রুত তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনা এই অবৈধ দোকান স্থাপনা গুলোর জন্য। এই সব অবৈধ দোকান দারদের এর সাথে কথা বলে জানা যায়। তারা নাকি চাঁদা দিয়েই দোকানদারি করে। কিন্তু বিষয়টি উক্ত ইজারাদার অস্বীকার করেন ।
নরুন্দির তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, আজকের পর থেকে চকবাজার মোড়ে কোন প্রকার দোকান অবৈধভাবে স্হাপন করা যাবে না। পাশাপাশি বাজার মোড়ে কোন প্রকার যানবাহন পার্কিং বা অবস্থান করা যাবে না।
সেই সাথে বাজারের ইজারাদারের দৃষ্টি আকর্ষণ করতে বলছেন , নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: তোফাজ্জল হোসেন। উচ্ছেদ অভিযানের কারণে স্হানীয় জনসাধারণ পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন ।
+ There are no comments
Add yours