পাবনার কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করায় পাবনায় দোয়া, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আজ (২৪ এপ্রিল) বেলা ১১টায় বঙ্গভবনে শপথ গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। পাবনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বড় পর্দায় রাষ্ট্রপতির শপথ গ্রহণের অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হয়।
জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় রিকশাচালক, ভ্যানচালক, ফুটপাতের দোকানিসহ পথচারীদের মাঝে মিষ্টি বিরতণ করা হয়।
পাবনা জেলা থেকে প্রথমবারের মতো রাষ্ট্রপতি মনোনীত করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাধারণ মানুষ। তারা আশা প্রকাশ করেন, নতুন রাষ্ট্রপতি পাবনার মানুষ ও মাটির জন্য কাজ করবেন।
তিনি পাবনাকে মডেল জেলায় রূপান্তর করবেন। আরিচা-দৌলতদিয়া-কাজিরহাটে ত্রিমুখী সেতু, মেডিকেল কলেজকে হাসপাতালে রূপান্তর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, ঢাকা-পাবনা ট্রেন চলাচলসহ সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন।
+ There are no comments
Add yours