
নোয়াখালীর সেনবাগে যাত্রীবেশে সিএনজি চালিত অটো রিকশা চুরি করে মালিকের চাঁদা দাবীর ঘটনায় সন্ত্রাসী দাউদ হোসেন ও সহযোগী ফারুক প্রকাশ ছোট রিগানকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ।
মঙ্গলবার দিবাগত বুধবার রাতে তাদেরকে সেনবাগ উপজেলার বীজবাগ থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেঃ উপজেলার ৮নং বীজবাগ ইউপির মধ্য বীজবাগ গ্রামের মোবারক আলী ব্যাপারী বাড়ির মোঃ মোস্তফা প্রকাশ মানিকের ছেলে সন্ত্রাসী দাউদ হোসেন (২৬) ও দক্ষিন রাজারামপুর গ্রামের কাশেম ডাক্তার বাড়ির মোঃ মিলনের ছেলে ফারুক প্রকাশ ছোট রিগান (২৫)।
গ্রেফতাকৃতদের বুধবার দুপুরে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।গ্রেফতাকৃত দাউদের বিরুদ্ধে সেনবাগ থানায় অস্ত্র,সন্ত্রাস,চাঁদা ও বোমাবাজীসহ ১০টি অধিক মামলা রয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী জানান, গত শুক্রবার (১৪এপ্রিল) সেনবাগের কাবিলপুর গ্রামের আবজাল মুন্সি বাড়ির সিএনজিন চালিত অটো রিকশা চালক আবদুস সাত্তারকে চৌমুহনী থেকে যাত্রীবেশী চোর চক্রের ৪সদস্য সেনবাগের মোহাম্মদপুর ইউপির সাহাজীরহাট মন্দিরের সামনে আসবে বলে রিজার্ভ করে।
এরপর সিএনজি অটোরিকশাটি মোহাম্মদপুর ইউপির সাবেক চেয়ারম্যান রুহুল আমিনের বাড়ি সংলগ্ন স্থানে পৌছলে যাত্রীবেশী চোর চক্র চালককে সিগারেট আনতে পাঠিয়ে সিএনজি চালিত অটো রিকশাটি চুরি করে নিয়ে যায়।
পরবর্তীতে গ্রেফতার দাউদ হোসেন ও ফারুক প্রকাশ ছোট রিগান এবং ফারভেজ আলম প্রকাশ বোমা ফারভেজ ও রিয়াদ সিএনজিটি পেরৎ দিবে বলে চালক আবদুস সাত্তারের মুঠোফোনে কল দিয়ে নিকট ৩০ হাজার টাকা চাদা দাবী করে।
পরবর্তীতে চালক টাকা নিয়ে সন্ত্রাসী দাউদের নিকট গেলে সে সিএনজিটি পেরৎ না দিয়ে সন্ত্রাসীরা তাকে মারধর করে তাড়িয়ে দেয়। এরপর সে জরুরী সেবা ৯৯৯ এ কল করলে সেনবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে সন্ত্রাসী দাঊদ ও ফারুক প্রকাশ ছোট রিগানকে গ্রেফতার করে। বুধবার দুপুরে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করে ৫দিনের রিমান্ড আবেদন করে।
মোঃ সামছুল হক শামীম
+ There are no comments
Add yours