নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন ১৬নং কাদিরপুর ইউনিয়নের জয়বাংলা বাজারস্হ ইসমাইলের মুদি দোকানের সামনে হইতে আসামী মোঃ ফজলুর হেফাজত হইতে ০১ টি বিদেশী পিস্তল এবং তার সাথে থাকা সহযোগী আসামী মোঃ সাইফুল ইসলাম হোসেন এবং জুবায়ের হোসেন ফয়সাল দের আটক করা হয়।
এএসআই(নিঃ) মোঃ সুসন মিয়া সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন পুলিশ ডিউটি করাকালে রাত অনুমান ২৩.১০ ঘটিকার সময় বেগমগঞ্জ থানাধীন ১৬নং কাদিরপুর ইউনিয়নের জয়বাংলা বাজারস্হ ইসমাইলের মুদি দোকানের সামনে সন্দেহ জনক ঘোরাফেরা করার সময় আসামি (১) মোঃ ফজলু(২৫), (২) মোঃ সাইফুল ইসলাম সোহেল(২৮) ও (৩) জুবায়ের হোসেন ফয়সাল(২৯), আটক করেন।
পরে উক্ত আসামীদের দেহ তল্লাশিকালে আসামী মোঃ ফজলু এর দেহ তল্লাশি করে তাহার পরিহিত প্যান্টের পিছনে কোমড়ে গোজা অবস্থায় ০১ টি সচল বিদেশি পিস্তল পাওয়া যায়।
পরবর্তীতে ডিউটি অফিসার এসআই(নিঃ) মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হইয়া উপস্থিত সাক্ষীদের সামনে উক্ত বিদেশী পিস্তল এবং তাহাদের বহনকৃত ০৩ টি মোটর সাইকেল জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন আসামিরা হলেন।
ক। মোঃ ফজলু(২৫), পিতা-মৃতঃ হারুন মোল্লা, – ৯নং ওয়াড় থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী। খ।মোঃ সাইফুল ইসলাম সোহেল(২৮), পিতা-মৃত মৌলভী রফিক, সাং গোপালপুর, থানাঃ সেনবাগ জেলাঃ নোয়াখালী। গ। জুবায়ের হোসেন ফয়সাল (২৯) পিতা- শাহাবুদ্দিন অবসান, সাং গোপালপুর, থানাঃ সেনবাগ জেলাঃ নোয়াখালী।
মোঃ সামছুল হক শামীম
+ There are no comments
Add yours