শরীয়তপুরে এবার এসএসসি পরীক্ষায় মানতে হবে কঠোর বিধিনিষেধ

Estimated read time 1 min read
Ad1

শরীয়তপুরের এসএসসি পরীক্ষার্থীদের এবার কঠোর বিধিনিষেধ মেনে পরীক্ষায় অংশ নিতে হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

আজ (২৯ এপ্রিল) সকালে শরীয়তপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শ্যামল চন্দ্র শর্মা ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন। আগামীকাল রোববার (৩০ এপ্রিল) সকাল ১০টায় এসএসসি পরীক্ষা শুরু হবে।

তারা নকল, অন্যের উত্তরপত্র দেখে লেখাসহ যেকোনো প্রকার অসাধু উপায় অবলম্বন করতে পারবে না। প্রত্যেক কেন্দ্রের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিসহ মাইকিং করে শিক্ষার্থী, অভিভাবককে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় অবগত করা হয়েছে। এছাড়াও ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শরীয়তপুরে এ বছর এসএসসি-২০২৩ পরীক্ষায় মোট ১৪ হাজার ৮৬৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এরমধ্যে ৬ হাজার ৫২৯ জন ছাত্র ও ৮ হাজার ৩৪০ জন ছাত্রী। প্রতিবছরের মতো এবছরও মেয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, শরীয়তপুরে এ বছর স্কুল শিক্ষার্থীদের জন্য ১৯টি, মাদরাসা শিক্ষার্থীদের জন্য ৬টি ও ভোকেশনাল শিক্ষার্থীদের জন্য ৮টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। স্কুল থেকে ১১ হাজার ৯৩০ জন, মাদরাসা থেকে ১ হাজার ৮৪৪ জন ও কারিগরি ভোকেশনাল থেকে ১ হাজার ৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours