রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে বোন জামাই বাবুর সঙ্গে হাতাহাতিতে জড়ান মো. শাকিল (১৮) নামের এক তরুণ। হাতাহাতির এক পর্যায়ে বাবুর ঘুষিতে প্রাণ হারান শাকিল।
আজ ভোরের দিকে এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শাকিলের বড় ভাই শাহিন বলেন, শাকিল সোহরাওয়ার্দী উদ্যানে ফ্ল্যাক্সে করে চা বিক্রি করত। পাশাপাশি সে গাঁজা সেবন ও বিক্রি করত। আমার ছোট বোন জামাই বাবু শাকিলের সহযোগী হিসেবে কাজ করত। আজ ভোরের দিকে মাদক বিক্রির টাকা নিয়ে তাদের মধ্যে বাগ-বিতণ্ডা হয়। এর এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতিও হয়। বাবুর ঘুসিতে আমার ছোট ভাই শাকিল অচেতন হয়ে পড়ে।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে শাকিলের মাথায় পানি ঢালি। অনেক চেষ্টা করেও ওর জ্ঞান ফেরাতে পারছিলাম না। পরে দ্রুত ওকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে বাবু পলাতক রয়েছে।
+ There are no comments
Add yours