২২ বছর পর ফের এসএসসি পরীক্ষা দিতে গিয়ে ধরা

Estimated read time 0 min read
Ad1

টাঙ্গাই‌লের নাগরপু‌রে বয়স গোপন ক‌রে আবারও এসএস‌সি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে ব‌হিষ্কার হলেন এসএম শামীম আল মামুন নামে এক পরীক্ষার্থী।

আজ (২ মে) বাংলা ২য় পত্র পরীক্ষা চলাকালে কেন্দ্রের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান প্রতারণার অ‌ভি‌যো‌গে তাকে বহিষ্কার করেন।

পরীক্ষার্থী এসএম শামীম আল মামুন নাগরপুর সদর ইউনিয়নের দুয়াজানী গ্রামের মো. রিয়াজুল ইসলাম রিয়াজের ছেলে। তিনি নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা দিচ্ছিলেন।

জানা যায়, এসএম শামীম আল মামুন ২০০০ সালে মো. শাহীনুর ইসলাম, বাবা মো. রিয়াজ উদ্দিন নাম দিয়ে চৌহালী জনতা হাইস্কুল থেকে রাজশাহী বোর্ডের অধীনে ৬১৩ নম্বর পেয়ে মাধ্যমিক পাস করেন।

২০২০ সালে পুনরায় নাগরপুর উপজেলার বনগ্রাম শহীদ মেমোরিয়াল হাইস্কুল থেকে নাম পরিবর্তন করে এসএম শামীম আল মামুন ও বাবা মো. রিয়াজুল ইসলাম রিয়াজ নাম দিয়ে রেজিস্ট্রেশন করে ২০২৩ সালে ঢাকা বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

৩০ এপ্রিল রোববার বাংলা ১ম পত্র পরীক্ষা চলাকালে বিষয়টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নজরে আসে। কর্মকর্তা তার ঊর্ধ্বতন অফিসারকে বিষয়টি জানান। ওই ছাত্রের কাছে জানতে চাইলে তিনি অকপটে সব স্বীকার করেন। তার এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড জব্দ করে হল কর্তৃপক্ষ।

এসএম শামীম আল মামুন পৃথিবী বলেন, আমি ২০০০ সালে রাজশাহী বোর্ড থেকে এসএসসি পাস করেছি। সার্টিফিকেটে বয়স কমানোর জন্য নতুন করে ২০০৭ সালে জন্ম তারিখ দেখিয়ে জন্ম সনদ বের করি এবং ২০২০ সালে নাগরপুর উপজেলার বনগ্রাম শহীদ মেমোরিয়াল হাইস্কুল থেকে রেজিস্ট্রেশন করে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours