‘অলিম্পিয়াড’ শব্দটি শুনলেই সবার আগে আমাদের মাথায় কোন জিনিসটা ভেসে উঠে? কোনো একটি একাডেমিক বিষয়ের উপর দক্ষতা থাকা এবং সেটাকে সবার সামনে প্রকাশ করা- এক্ষেত্রে অলিম্পিয়াডের ভূমিকা অনবদ্য! কিন্তু কেমন হতো যদি একাডেমিক বিষয় ব্যতীত এমন কোনো টপিক থাকতো, যেটা সবার দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ?
সোশ্যাল মিডিয়ার ব্যাপারে জানেন না কিংবা ব্যবহার করেন নি- এমন মানুষ একবিংশ শতাব্দীর এই দশকে বিরল। মূলত এই সোশ্যাল মিডিয়ার কল্যাণেই আমরা আজকাল এক নিমেষে অনেক কিছু জানতে পারি ও সবাইকে জানাতে পারি, সর্বোপরি নতুন নতুন স্বপ্ন ও পরিকল্পনার অংশ হতে পেরেছি ও পারছি। ঠিক এমনই একটি নতুন স্বপ্ন আর লক্ষ্য নিয়ে ২০২৩ সালের ৯ এপ্রিল যাত্রা শুরু হয় সোশ্যাল মিডিয়া অলিম্পিয়াড এর। এবং ধীরে ধীরে এর কার্যপরিধি বিস্তার লাভ করছে।
“তারুণ্য এবং সোশ্যাল মিডিয়া” এ দুইটি জিনিসকে একত্রে নিয়ে কাজ করাই সোশ্যাল মিডিয়া অলিম্পিয়াডের প্রধান হাতিয়ার। এটি সম্পূর্ণ অনন্য একটি মূলধারার অলিম্পিয়াড যা বাংলাদেশের প্রেক্ষাপটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংস্থাটির মূল লক্ষ্য হলো সোশ্যাল মিডিয়া লিটারেসি বৃদ্ধির মাধ্যমে তরুণ প্রজন্মকে অধিকতর প্রোডাক্টিভ ভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিশ্চিতকরণ। সেইসাথে জোর দেওয়া হবে সোশ্যাল মিডিয়া ও সাইবার নিরাপত্তা নিয়ে।
শীঘ্রই দেখা মিলতে যাচ্ছে “সোশ্যাল মিডিয়া অলিম্পিয়াড সিজন-০১” এর! এতে থাকবে ২ টি রাউন্ড ও ৪ টি ক্যাটাগরি। বিস্তারিত আরও জানতে চোখ রাখুন সোশ্যাল মিডিয়া অলিম্পিয়াড এর অফিসিয়াল ফেসবুক পেইজ- এ।
+ There are no comments
Add yours